Mebendazole (মেবেনডাজল)



নির্দেশনাঃ সূঁচ কৃমি, বক্র কৃমি, কেঁচো কৃমি, ফিতা কৃমি, চাবুক কৃমি এবং সুতা কৃমি সংক্রমণে নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধিঃ সূচ কৃমির জন্য ১ টি ট্যাবলেট অথবা ১ চা চামচ সাসপেনশন একবার। কেঁচো কৃমি, চাবুক কৃমি এবং চক্র কৃমির জন্য ১ টি করে ট্যাবলেট দিনে ২ বার অথবা ১ চা চামচ সাস্‌পেনশন সকাল ও সন্ধ্যায় পর পর তিন দিন সেব্য। ফিতা কৃমি ও সুতাকৃমির ক্ষেতে দুই বছর অধিক বয়সের শিশুদের জন্য ১ টি করে ট্যাবলেট বা ১ চামচ সাসপেনশন সকাল ও সন্ধ্যায় পর পর ৩ দিন সেব্য। প্রাপ্ত বয়ষ্কদের জন্য ২ টি করে ট্যাবলেট দিনে দুইবার হিসাবে পর পর তিনদিন সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ কদাচিৎ তলপেটে সামান্য ব্যথা ও ডায়রিয়া দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ব্যবহারঃ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

সরবরাহঃ ১০০ ট্যাবলেট এবং
সাসপেনশন ৩০ মি.লি.।


Related Posts Plugin for WordPress, Blogger...