Albendazole (এ্যালবেনডাজল)




নির্দেশনাঃ কৃমি দ্বারা সংক্রমিত অন্ত্রের একক বা মিশ্র সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়।

মাত্রা ও ব্যবহার বিধিঃ ১-২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: অর্ধেক মাত্রায় ৪০০ ট্যাবলেট   বা ১ চা চামচ এ্যালবেনডাজল সাসপেনশন একক মাত্রায় সেব্য।
প্রাপ্ত বয়স্ক এবং ২ বছর বা অধিক বয়সের শিশুদের ক্ষেত্রে এসকারিয়াসিস, এন্টারোবিয়াসিস, বক্র কৃমি সংক্রমণ, ট্রাইচুরিয়াসিস-এর চিকিৎসায় সাধারণ মাত্রা ৪০০ মি.গ্রা.। স্ট্রংগাইলইডিয়াসিস এবং টিনিয়াসিস এর ক্ষেত্রে ৪০০ মি.গ্রা. করে পর পর তিনদিন। বয়স্কদের ক্ষেত্রে হাইডাটিড রোগের চিকিৎসায় ৪০০ মি.গ্রা. দিনে দুই বার করে ২৮ দিন সেব্য। সুস্থ না হলে ১৪ দিন ব্যবধানে পুনরায় ২৮ দিন সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ তলপেটে অস্থায়ী ব্যথা, ডায়রিয়া, এলার্জিক প্রতিক্রিয়া, লিভার এনজাইমের বৃদ্ধি এবং লিউকোপেনিয়া।

গর্ভাবস্থায় সেবনঃ গর্ভাবস্থায় সেবন করা উচিত নয়।

সরবরাহঃএ্যালবেনডাজল ২০০ বা ৪০০ মিগ্রা ট্যাবলেট এবং ১০ মিলি সাসপেনশন ।


Related Posts Plugin for WordPress, Blogger...