ওরনিডাজল (Ornidazole)



নির্দেশনাঃ এ্যামেবিয়াসিস (আন্ত্রিক এবং হেপাটিক), জিয়ারডিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, ব্যাকটেরিয়াজনিত ভেজাইনোসিস,এবং সংবেদী এ্যানারোবিক সংক্রমণের চিকিৎসায়।

মাত্রা ও ব্যবহার বিধিঃ প্রাপ্তবয়স্ক : ৫০০ মি.গ্রা. দিনে দুইবার হিসাবে ৫ দিন। এ্যামেবিক আমাশয় (প্রাপ্ত বয়স্ক) : ১.৫ গ্রাম দিনে একবার হিসেবে ৩ দিন। জিয়ারডিয়াসিস (প্রাপ্ত বয়স্ক) : ১.৫ গ্রাম দিনে ১ বার হিসেবে ১-২ দিন।


সতর্কতাঃ অতিসংবেদনশীলতা, মৃগীরোগ বা প্রানত্মীয় স্নায়ুরোগের মত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রীয় সমস্যা থাকলে ব্যবহার করা যাবে না। যে সব রোগীর এ্যাটেক্সিয়া, মাথা ঘোরা, মানসিক বিভ্রান্তি দেখা দেয়, তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ বমি বমি ভাব, বমি, উপ-পাকস্থলিক ব্যথা, মাথা ঝিম ঝিম করা, মাথা ব্যথা, অবসন্নতা এবং আকস্মিকভাবে শ্বেতকণিকা হ্রাস পেতে পারে।

অন্যান্য ঔষধের সাথে প্রতিক্রিয়াঃ ডাইসালফিরামের মত রিঅ্যাকশন করতে পারে। রক্তজমাটরোধী ওষুধের সাথে একই সঙ্গে ব্যবহার রক্তক্ষরণের আশঙ্কা বাড়ায়। ৫-ফ্লুরোইউরাসিল এর ক্লিয়ারেন্স কমায়।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহারঃ ভ্রুণ বা শিশুদের ক্ষতির তুলনায় উপকার বিবেচনা করে ব্যবহার করা যেতে পারে ।

সরবরাহঃ ট্যাবলেট আকারে পাওয়া যায় ৷



Related Posts Plugin for WordPress, Blogger...