নির্দেশনাঃ ডিওডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার, ক্ষয়কারী ইসোফ্যাগাইটিস, জলিঞ্জার-এলিসন সিন্ড্রোম এবং হেলিকোব্যাকটার পাইলোরি নির্মুল করতে ব্যবহৃত হয়।
মাত্রা ও ব্যবহার বিধিঃ দিনে ৩০ মি.গ্রা.। রক্ষণমাত্রা হিসাবে ১৫ মি.গ্রা. ব্যবহৃত হয়।
সতর্কতাঃ অতি সংবেদনশীলতা।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত মৃদু এবং অস্থায়ী। এগুলোর মধ্যে রয়েছে পরিপাকতন্ত্রে স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটা, মাথা ব্যথা, মাথা ঝিম ঝিম করা, অসুস্থবোধ, মুখ বা গলার শুষ্কতা অথবা অম্ল স্বাদযুক্ত অনুভূতি ইত্যাদি।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়াঃ অন্য ওষুধের সাথে বিশেষ কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহারঃ গর্ভাবস্থায় পরিহার করা উচিত।
সরবরাহঃ ক্যাপসুল
বানিজ্যিক নামঃ ল্যানসো ৷